Institute of Information Technology Bogra (IITB)

উত্তরবঙ্গে প্রতিষ্ঠিত প্রথম ও দেশে সম্পূর্ণ আন্তর্জাতিক মানের ডিজিটাল রেসিডেন্টসিয়াল বৃহত্তর বেসরকারী পলিটেকনিক ইন্সটিটিউট

Affiliated by Bangladesh Technical Education Board (Institute Code - 20096)

Menu
ভর্তি চলছে, ভর্তি চলছে……..আইআইটিবি পলিটেকনিক ইন্সটিটিউটে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ২০২৩-২৪ সেসনে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে। যোগাযোগঃ ০১৭৯৫৩৩৪৪৯০
CHAIRMAN MESSAGE

ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজী বগুড়া (IITB) ১৯৯৯ সালে স্থাপিত। বহু বছর ধরে অত্যন্ত সফলতার সাথে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-মেডিকেল টেকনোলজী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি। পাশাপাশি আইআইটিবি পাবলিক স্কুল এন্ড কলেজ ও আইআইটিবি আল কুরআন মাদরাসা প্রতিষ্ঠা করেছি। গড়ে তুলেছি দেশের সর্ববৃহৎ নিজস্ব দু’টি রেসিডেন্টসিয়াল ক্যাম্পাস।

আমরাই প্রথম উত্তরবঙ্গে বেসরকারি পলিটেকনিকের জনক এবং আমরাই প্রথম সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ৭তলা নিজস্ব ভবনে কোর্স পরিচালনা করছি। আমাদের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান IITB-পলিটেকনিক, IITB-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, IMTB-মেডিকেল টেকনোলজি, IITB-পাবলিক স্কুল এ্যান্ড কলেজ ও IITB-আল কুরআন মাদরাসা। এই ৫টি বিশাল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শিক্ষা সেবায় এগিয়ে যাচ্ছে আইআইটিবি শিক্ষা পরিবার। আমরা দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরির পাশাপাশি বেসরকারি পর্যায়ে অভিজ্ঞ ডিপ্লোমা ডাক্তার ও নার্স তৈরীর জন্য সফলভাবে ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজী বগুড়া পরিচালনা করে আসছি। তাই কাংখিত লক্ষ্য অর্জনের জন্য আমরা সম্পূর্ন রাজনীতি মুক্ত পরিবেশে পড়াশুনা ও সর্বোচ্চ ভাল ফলাফলের নিশ্চয়তা দিচ্ছি।

১৯৯৯ সাল হতে পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব বহুতল ভবন (কলেজ ক্যাম্পাস) বিগত ১৪ই জানুয়ারী ২০১০ ইং তারিখে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর আবুল কাশেম। নিয়মতান্ত্রিক ভাবে শিক্ষাক্রম পরিচালনার জন্য স্থায়ীভাবে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও এমএসসি ডিগ্রীধারী শিক্ষক/শিক্ষিকা দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে অনেকেই নতুনভাবে আশার আলো দেখতে পাচ্ছে। এ কারনেই ভর্তিচ্ছুক শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতিষ্ঠান পরিদর্শন এবং ফলাফল বিশ্লেষণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনেক বছরে প্রায় সহস্রাধিক শিক্ষর্থী আমাদের প্রতিষ্ঠান থেকে সফলতার সাথে কৃতকার্য হয়ে অনেকেই সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীরত এবং অনেক শিক্ষার্থীই উদ্যেক্তা হয়ে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এছাড়া উচ্চ শিক্ষার জন্য অনেকেই ডুয়েট সহ দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে একমাত্র আমরাই দিচ্ছি শিক্ষার্থীদের শতকরা ১০০% পাশের নিশ্চয়তা।

আমাদের প্রতিষ্ঠান কোড: ২০০৯৬।


আইআইটিবি শিক্ষা পরিবারের পক্ষ হতে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

সবুর শাহ লোটাস

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

আইআইটিবি শিক্ষা পরিবার।

সম্পাদক, দৈনিক দূরন্ত সংবাদ।

recent video
recent news

আগামী ২২-০২-২০২৪ ইং তারিখে আইআইটিবি পলিটেকনিক ইন্সটিটিউটের বার্ষিক শিক্ষা সফর’২০২৪ অনুষ্ঠিত হবে।

08/07/2023_Job Circular_IITB Polytechnic

17-04-2023_১ম পর্বের শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

Notice_21.03.2023

Holy Day Notice_16.02.2023

31.01.2023_Holy Day Notice

আইআইটিবি শিক্ষা পরিবার-বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগামী ২১ জানুয়ারী ২০২৩ইং অনুষ্ঠিত হবে।

18-12-2022_Diploma in Engineering Form Fillup Schedul

01-12-2022_Diplopma-in-medical technology form fillup schedule

26-11-2022_diplopma in textile form fillup schedule

20-11-2022_ Diploma in Medical Technology 5th Semester Midterm Examination Routine-22

16-11-2022_Diploma in Engineering 2nd, 4th & 6th Semester Midterm Examination Routin'22

১৪-১১-২০২২ _ ডিপ্লোমা-ইন-টেক্সটাইল শিক্ষাক্রমের গত ১৩-১১-২০২২ তারিখে প্রকাশিত ফলাফলে উত্তরপত্র পুনঃনিরিক্ষনের জন্য ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন সর্বশেষ ২২-১১-২০২২ইং পর্যন্ত গ্রহণ করা হবে।

academic
latest photo

result